যিশাইয় 52:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 পর্বতদের ওপরে তার পা কেমন সুন্দর লাগছে, যে সুসংবাদ বয়ে আনে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রান ঘোষণা করে, সিয়োনকে বলে, “তোমার ঈশ্বর রাজত্ব করেন!” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 আহা! পর্বতমালার উপরে, তারই চরণ কেমন শোভা পাচ্ছে, যে সুসংবাদ তবলিগ করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসংবাদ তবলিগ করে, উদ্ধার ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার আল্লাহ্ রাজত্ব করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 আহা, পর্বতগণের উপরে যারা সুসমাচার প্রচার করে, তাদের চরণ কতই না সুন্দর, যে শান্তির বার্তা ঘোষণা করে, যে মঙ্গলের সমাচার নিয়ে আসে, যে পরিত্রাণের বার্তা ঘোষণা করে, যে সিয়োনকে বলে, “তোমার ঈশ্বর রাজত্ব করেন!” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 গিরিপর্বত পার হয়ে আসছেন এর সংবাদবহ, আনছেন তিনি শুভসংবাদ, শান্তির সংবাদ! কত অপরূপ, নয়নাভিরাম এ দৃশ্য! তিনি বিজয় ঘোষণা করেন, বলেন সিয়োনকে, ‘তোমার আরাধ্য ঈশ্বর রাজাধিরাজ!’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 আহা! পর্ব্বতগণের উপরে তাহারই চরণ কেমন শোভা পাইতেছে, যে সুসমাচার প্রচার করে, শান্তি ঘোষণা করে, মঙ্গলের সুসমাচার প্রচার করে, পরিত্রাণ ঘোষণা করে, সিয়োনকে বলে, তোমার ঈশ্বর রাজত্ব করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এটা একটা খুবই চমৎকার ব্যাপার যে পাহাড় থেকে বার্তাবাহক সুসংবাদ নিয়ে এসেছে। বার্তাবাহকের ঘোষণাটিও চমৎকার, “সেখানে শান্তি বিরাজ করছে। রক্ষা পাচ্ছি আমরা। তোমাদের ঈশ্বর আমাদের রাজা!” অধ্যায় দেখুন |