যিশাইয় 49:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 কিন্তু সদাপ্রভু একথা বলছেন, “হ্যাঁ, যোদ্ধাদের হাত থেকে বন্দীদের নিয়ে নেওয়া যাবে এবং অত্যাচারী লোকের হাত থেকে লুটের জিনিস উদ্ধার করা হবে। আমি বিরোধিতা করবো তোমার শত্রুদের সঙ্গে এবং তোমার সন্তানদের আমি বাঁচাবো। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 মাবুদ এই কথা বলেন, অবশ্য বীরের বন্দীদেরকে হরণ করা যাবে, ও ভয়ংকর লোকের ধৃত প্রাণীকে মুক্ত করা যাবে; কারণ তোমার প্রতিবাদীর সঙ্গে আমিই ঝগড়া করবো, আর তোমার সন্তানদেরকে আমিই উদ্ধার করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 কিন্তু সদাপ্রভু এই কথা বলেন, “হ্যাঁ, যোদ্ধাদের কাছ থেকে বন্দিদের নিয়ে নেওয়া হবে, হিংস্র ব্যক্তির লুটের জিনিস কেড়ে নেওয়া হবে। যারা তোমাদের সঙ্গে বিরোধ করে, আমি তাদের বিরোধ করব, আর তোমার ছেলেমেয়েদের আমি রক্ষা করব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 প্রভু পরমেশ্বর যা বলেছেন, ঠিক তাই-ই ঘটতে চলেছে, বন্দীদের মুক্ত করে আনা হবে শক্তিমানের হাত থেকে, স্বৈরাচারীর কবল থেকে কেড়ে আনা হবে তার লুন্ঠিত দ্রব্য সম্ভার। যে তোমার বিরোধীতা করে আমি স্বয়ং রোধ করব তাকে, উদ্ধার করব তোমার সন্তান সন্ততিদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 সদাপ্রভু এই কথা কহেন, অবশ্য বীরের বন্দিগণকে হরণ করা যাইবে, ও ভীমবিক্রান্তের ধৃত প্রাণীকে মুক্ত করা যাইবে; কারণ তোমার প্রতিবাদীর সহিত আমিই বিবাদ করিব, আর তোমার সন্তানদিগকে আমিই ত্রাণ করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 কিন্তু প্রভু বলেন, “বন্দী পালিয়ে যাবে। কেউ একজন বন্দীদের শক্তিশালী সেনার কাছ থেকে দূরে নিয়ে যাবে। এইসব ঘটবে কারণ আমি তোমাদের হয়ে যুদ্ধ করে দেবো। আমিই তোমাদের শিশুদের বাঁচাবো। অধ্যায় দেখুন |