যিশাইয় 48:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 সেইজন্য অনেক আগেই আমি তোমাদের এই সব বলেছিলাম এবং আর তা ঘটবার আগেই তোমাদের জানিয়েছিলাম, যাতে তোমরা বলতে না পার, আমার প্রতিমা তা করেছে অথবা আমাদের খোদাই করা মূর্ত্তি অথবা ছাঁচে ঢালা প্রতিমা এ সব আদেশ দিয়েছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এজন্য আমি আগে থেকে তোমাকে তার সংবাদ দিয়েছি, উপস্থিত হবার আগে তা তোমাকে শুনিয়েছি; পাছে তুমি বল, আমার মূর্তি এই করেছে, আমার খোদাই-করা মূর্তি ও আমার ছাঁচে ঢালা মূর্তি এই হুকুম দিয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 সেই কারণে এসব বিষয় আমি বহুপূর্বেই তোমাদের বলেছিলাম; সেগুলি ঘটার পূর্বেই আমি তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, যেন তোমরা বলতে না পারো, ‘আমার তৈরি প্রতিমারা সেগুলি করেছে; আমার কাঠের মূর্তি ও ধাতব দেবতা সেগুলি নির্ধারণ করেছে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তাই বহুকাল আগেই আমি জানিয়েছিলাম তোমার ভবিষ্যতের কথা, ঘোষণা করেছিলাম ভাবী ঘটনার কথা, যাতে তুমি দাবী করে বলতে না পার যে, এ সব ঘটিয়েছে তোমারই খোদিত অসার মূর্তি ও অলীক প্রতিমা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এই জন্য আমি পূর্ব্ব হইতে তোমাকে তাহার সংবাদ দিয়াছি, উপস্থিত হইবার অগ্রে তাহা তোমাকে শুনাইয়াছি; পাছে তুমি বল, আমার পুত্তলি ইহা করিয়াছে, আমার ক্ষোদিত প্রতিমা ও আমার ছাঁচে ঢালা প্রতিমা ইহার আজ্ঞা দিয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তাই বহুদিন আগে আমি বলেছিলাম কি কি ঘটবে। কোন কিছু ঘটার অনেকদিন আগেই আমি তোমাদের সেই সব জিনিসগুলি ঘটার কথা বলেছিলাম। আমি এটা করেছিলাম যাতে তোমরা বলতে না পার, ‘আমরা যে সব দেবতাদের তৈরী করেছি তারা এসব করেছে।’ আমি এগুলি করেছি, যাতে তোমরা বলতে না পারো ‘আমাদের প্রতিমা, আমাদের মূর্ত্তি এইসব ঘটিয়েছেন।’” অধ্যায় দেখুন |