যিশাইয় 46:5 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী5 কার সঙ্গে আমার তুলনা করবে? এবং কার সদৃশ বলবে যাতে আমাদের সঙ্গে তুলনা করা যেতে পারে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তোমরা আমাকে কার সদৃশ ও কার সমান বলবে, কিংবা কার সঙ্গে আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হব? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 “তোমরা কার সঙ্গে আমার তুলনা করবে বা আমাকে কার সমতুল্য মনে করবে? তোমরা কার সদৃশ আমাকে মনে করবে যে আমাদের পরস্পর তুলনা করা হবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 কে আমার সমতুল? বলেন প্রভু পরমেশ্বর, কেউ কি আছে আমার মত? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তোমরা আমাকে কাহার সদৃশ ও কাহার সমান বলিবে, কিম্বা কাহার সহিত আমার উপমা দিলে আমরা পরস্পর সমান হইব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 “কারও সঙ্গে কি আমার তুলনা করতে পার? না! কোন ব্যক্তি আমার সমান নয়! তুমি কি কোনও লোক খুঁজে পাবে যে হবে আমার সদৃশ? অধ্যায় দেখুন |