যিশাইয় 44:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 কেউ দেবদারু গাছ কাটে, কিম্বা হয়তো তর্সা বা এলোন গাছ বেছে নেয়। সে বনের গাছপালার মধ্যে সেটাকে বাড়তে দেয়। সে ঝাউ গাছ লাগায় আর বৃষ্টি সেটা বাড়িয়ে তোলে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 কেউ নিজের জন্য এরস গাছ কাটে, তর্সা ও অলোন গাছ গ্রহণ করে, বনের গাছপালার মধ্যে কোন শক্তিশালী গাছ মনোনীত করে; সে ঝাউ গাছ রোপন করে, আর বৃষ্টি তা পালন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 সে সিডার গাছ কেটে ফেলে, কিংবা বেছে নেয় কোনো সাইপ্রেস বা ওক গাছ। সে বনের গাছপালার সঙ্গে সেটিকে বাড়তে দেয়, কিংবা রোপণ করে পাইন গাছ, বৃষ্টি যাকে বাড়িয়ে তোলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 সে ব্যবহারের জন্য বন থেকে সীডার কাঠ কেটে আনে বা ওক কিম্বা সাইপ্রেস কাঠ বেছে নিয়ে আসে। অথবা একটা লরেল গাছ রোপণ করে তার বেড়ে ওঠার জন্য বর্ষায় অপেক্ষায় থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 কেহ আপনার নিমিত্ত এরস বৃক্ষ ছেদন করে, তর্সা ও অলোন বৃক্ষ গ্রহণ করে, বনতরুগণের মধ্যে কোন দৃঢ় বৃক্ষ মনোনীত করে; সে শরল বৃক্ষ রোপন করে, আর বৃষ্টি তাহা পালন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 একজন লোক এরস, তর্সা অথবা অলোন বৃক্ষ কেটে ফেলে। সেই লোকটি কোন গাছকেই বড় করতে পারে না। গাছগুলি নিজেদের ক্ষমতাতে বনাঞ্চলে বড় হয়। লোকে যদি কোন পাইন গাছ লাগায় তবে তা বৃষ্টির জলে বড় হয়। অধ্যায় দেখুন |