যিশাইয় 42:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 কিন্তু যারা খোদাই করা প্রতিমার উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মুর্ত্তিগুলোকে বলে, “তোমরা আমাদের দেবতা,” আমি তাদের ভীষণ লজ্জায় ফেলে ফিরিয়ে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 যারা খোদাই-করা মূর্তিগুলোর উপর নির্ভর করে, যারা ছাঁচে ঢালা মূর্তিগুলোকে বলে, তোমরা আমাদের দেবতা, তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, তারা ভীষণ লজ্জিত হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 কিন্তু যারা প্রতিমাদের উপরে নির্ভর করে, যারা প্রতিমাদের কাছে বলে, ‘তোমরা আমাদের দেবতা,’ চরম লজ্জায় তাদের ফিরিয়ে দেওয়া হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 অলীক প্রতিমায় যারা আস্থা রাখে অসার মূর্তিকে যারা বলে ঈশ্বর, জর্জরিত হবে তারা লজ্জায় অপমানে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 যাহারা ক্ষোদিত প্রতিমাদিগেতে নির্ভর করে, যাহারা ছাঁচে ঢালা প্রতিমাদিগকে বলে, তোমরা আমাদের দেবতা, তাহাদিগকে ফিরাইয়া দেওয়া যাইবে, তাহারা নিতান্ত লজ্জিত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কিন্তু কেউ কেউ আমাকে মেনে চলা বন্ধ করেছে। ঐসব লোকদের সোনায় বাঁধানো মূর্ত্তি আছে। তারা ঐসব মূর্ত্তিদের বলে, ‘তোমরাই আমাদের দেবতা।’ যে লোকরা তাদের মূর্ত্তিগুলিতে আস্থা রাখে, তারা মুখ ফিরিয়ে নেবে এবং লজ্জা পাবে। অধ্যায় দেখুন |