যিশাইয় 40:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 তোমরা কি জান না? তোমরা কি শোননি? সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্ত্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না; তাঁর জ্ঞানের কোনো সীমা নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তুমি কি জান নি? তুমি কি শোন নি? অনাদি অনন্ত আল্লাহ্, মাবুদ, দুনিয়ার প্রান্তগুলোর সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না; তাঁর বুদ্ধির অনুসন্ধান করা যায় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তুমি কি জানো না? তুমি কি কখনও শোনোনি? সদাপ্রভুই সনাতন ঈশ্বর, তিনি পৃথিবীর প্রান্তসীমার সৃষ্টিকর্তা। তিনি শ্রান্ত হবেন না, ক্লান্ত হবেন না, তাঁর বুদ্ধির গভীরতা কেউ পরিমাপ করতে পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তুমি কি জান না? শোন নি কি তুমি, প্রভু পরমেশ্বরই শাশ্বত ঈশ্বর? সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড তাঁরই সৃজন। ক্লান্ত তিনি হন না কখনও শ্রান্ত হন না তিনি। মানুষের বোধের অগম্য তাঁর মন ও ভাবনা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তুমি কি শুন নাই? অনাদি অনন্ত ঈশ্বর, সদাপ্রভু, পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্ত্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না; তাঁহার বুদ্ধির অনুসন্ধান করা যায় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তোমরা নিশ্চয়ই শুনেছো এবং জানো যে প্রভু ঈশ্বর অত্যন্ত জ্ঞানী। তিনি যা জানেন মানুষ তা শিখতে পারে না। প্রভু কখনও ক্লান্ত হন না এবং তাঁর বিশ্রামের প্রয়োজন নেই। প্রভু পৃথিবীর সমস্ত প্রত্যন্ত অঞ্চল সৃষ্টি করেছেন। তিনি চিরকাল বেঁচে থাকবেন। অধ্যায় দেখুন |