যিশাইয় 40:23 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী23 তিনি রাজাদের ক্ষমতাশূন্য করেন আর এই জগতের শাসনকর্ত্তাদের তুচ্ছ করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তিনি ভূপতিদের নাম মুছে ফেলেন, দুনিয়ার বিচারকর্তাদের অসার বস্তুর মত করেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 তিনি রাজন্যবর্গকে বিলুপ্ত করেন এবং জগতের শাসকদের শূন্য করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 পরাক্রান্ত নৃপতিদের পতন ঘটান তিনি, বিলুপ্ত করেন তাদের সকল ক্ষমতা, তাদের অস্তিত্ব হয় তুচ্ছ অসার বস্তুর মত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তিনি ভূপতিদিগকে লুপ্ত করেন, পৃথিবীর বিচারকর্ত্তাদিগকে অসার বস্তুর তুল্য করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 তিনি শাসকদের গুরুত্বহীন করেন, তিনি পৃথিবীর বিচারকদের করেন সম্পূর্ণ মূল্যহীন। অধ্যায় দেখুন |