যিশাইয় 37:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 দেখো, অশূরীয়ার রাজারা কিভাবে অন্য সব দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন তুমি তা শুনেছ; তাহলে তুমি কেমন করে মনে করছ তুমি উদ্ধার পাবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 দেখ, দেশের সমস্ত স্থান নিঃশেষে বিনষ্ট করে আসেরিয়ার বাদশাহ্রা সমস্ত দেশের প্রতি যা যা করেছেন, তা তুমি শুনেছ; তবে তুমি কি উদ্ধার পাবে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তোমরা নিশ্চয়ই শুনেছ, সব দেশের প্রতি আসিরীয় রাজা কী করেছেন। তিনি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছেন। আর তোমরা কি তাঁর হাত থেকে রক্ষা পাবে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তুমি নিশ্চয়ই শুনেছ যে, আসিরিয়ার রাজারা অন্যান্য সমস্ত দেশের কি অবস্থা করেছেন, কী শোচনীয় ভাবে সেগুলি ধ্বংস করেছেন? তুমি কি ভেবেছ, তার হাত থেকে তুমি রক্ষা পাবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 দেখ, সমুদয় দেশ নিঃশেষে বিনষ্ট করিয়া অশূরের রাজারা সমস্ত দেশের প্রতি যাহা যাহা করিয়াছেন, তাহা তুমি শুনিয়াছ; তবে তুমি কি উদ্ধার পাইবে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তোমরা শুনেছ অশূরের রাজা অন্যান্য দেশের কি অবস্থা করেছে। সে তাদের সম্পূর্ণ ধ্বংস করেছে। তাহলে তোমরা কি রেহাই পাবে? না! অধ্যায় দেখুন |