যিশাইয় 33:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 তুমি আর ক্রুদ্ধ লোকদের দেখতে পাবে না, একটি অজানা ভাষার মানুষ, যাদের তুমি বুঝবে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 তুমি আর সেই নিষ্ঠুর জাতিকে দেখতে পাবে না, সেই জাতিকে, যার দুর্বোধ্য ভাষা তুমি জান না, যার অস্পষ্ট কথা তুমি বুঝতে পার না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 সেই উদ্ধত লোকগুলিকে তুমি আর দেখতে পাবে না, তাদের, যারা অজানা ভাষায় কথা বলত, তাদের অদ্ভুত, দুর্বোধ্য সব ভাষায়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তোমাদের আর কোন দুর্বিনীত বিদেশীর মুখোমুখি দাঁড়াতে হবে না যার ভাষা তোমরা বোঝ না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 তুমি আর সেই ক্রূর জাতিকে দেখিতে পাইবে না, সেই জাতিকে, যাহার গভীর ভাষা তুমি জান না, যাহার অস্পষ্ট বাক্য তুমি বুঝিতে পার না। অধ্যায় দেখুন |