যিশাইয় 29:19 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী19 অত্যাচারিত লোকেরা আবার সদাপ্রভুকে নিয়ে আনন্দিত হবে এবং যারা খুব গরিব তারা ইস্রায়েলের সেই পবিত্রজনকে নিয়ে আনন্দ করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 নম্র লোকেরাও মাবুদে উত্তরোত্তর আনন্দিত হবে এবং মানুষের মধ্যবর্তী দরিদ্ররা ইসরাইলের পবিত্রতায় উল্লাস করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 পুনরায় নতনম্র লোকেরা সদাপ্রভুর কারণে আনন্দিত হবে; নিঃস্ব ব্যক্তিরা ইস্রায়েলের পবিত্রতমজনের কারণে আনন্দ করবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 দরিদ্র ও নত-নম্র মানুষ আবার লাভ করবে ইসরায়েলের আরাধ্য পবিত্র প্রভু পরমেশ্বরের দেওয়া অপার আনন্দ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 নম্রগণও সদাপ্রভুতে উত্তরোত্তর আনন্দিত হইবে, এবং মনুষ্যদের মধ্যবর্ত্তী দরিদ্রগণ ইস্রায়েলের পবিত্রতমে উল্লাস করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 প্রভু গরীব মানুষদের সুখী করবেন। ইস্রায়েলে গরীব লোকরা ইস্রায়েলের সেই পবিত্র একজনের নামে আনন্দ করবে। অধ্যায় দেখুন |