যিশাইয় 26:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 লোকদের পা–দুঃখীদের পা ও গরিবদের পদক্ষেপ–তা পদদলিত করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 লোকদের পা— দুঃখীদের ও দরিদ্রদের পা দিয়ে তা মাড়াবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 অত্যাচারী ব্যক্তিদের পা, দরিদ্রদের পদক্ষেপ সেই নগরকে পদদলিত করছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 একদিন যারা ছিল নিপীড়িত, তারা হেঁটে যাক এর উপর দিয়ে, চলে যাক পদদলিত করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 লোকদের চরণ—দুঃখীদের পদ ও দরিদ্রদের পাদবিক্ষেপ—তাহা দলিত করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তখন দীনহীন এবং বিনয়ী মানুষরা সেই ধ্বংসস্তূপের ওপর দিয়ে হেঁটে যাবে। অধ্যায় দেখুন |