যিশাইয় 25:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 আর সাঁতারকারী যেমন সাঁতারের জন্যে হাত বাড়ায়, তেমনি সে তার মধ্যে হাতের কৌশলের সঙ্গে তার গর্ব নত করবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর সাঁতারু যেমন সাঁতারের জন্য হাত বাড়িয়ে দেয়, তেমনি সে তার মধ্যে হাত বাড়িয়ে দেবে; কিন্তু তিনি তার হাতের কৌশলের সঙ্গে তার গর্ব খর্ব করবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 তারা এর উপরে তাদের হাত প্রসারিত করবে, যেভাবে সাঁতারু সাঁতার কাটার জন্য হাত প্রসারিত করে। ঈশ্বর তাদের অহংকার অবনমিত করবেন যদিও তাদের হাত চতুরতার চেষ্টা করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তারা তার মধ্যে সাঁতার কাটার মত হাত-পা ছুড়বে কিন্তু প্রভু পরমেশ্বর তাদের গর্ব খর্ব করবেন, তাদের হাত দুখানি শিথিল হয়ে যাবে, অসহায় হয়ে পড়বে তারা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর সন্তরণকারী যেমন সন্তরণের জন্য হস্ত বিস্তার করে, তেমনি সে তাহার মধ্যে হস্ত বিস্তার করিবে; কিন্তু তিনি তাহার হস্তকৌশলের সহিত তাহার গর্ব্ব খর্ব্ব করিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 সাঁতার কাটা মানুষের মতো প্রভু তাঁর বাহু প্রসারিত করে লোকে যেসব জিনিস নিয়ে গর্ব করে সেসব জিনিসকে একত্রিত করবেন। তিনি মানুষের তৈরী সুন্দর সুন্দর জিনিসগুলোকে দূরে ছুঁড়ে ফেলে দেবেন। অধ্যায় দেখুন |