যিশাইয় 23:16 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী16 হে ভুলে যাওয়া বেশ্যা, বীণা নিয়ে শহরে ঘুরে বেড়াও। সুন্দর করে এটা বাজাও, অনেক গান কর যাতে তোমাকে মনে করা যায়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস16 ‘হে ভুলে থাকা পতিতা, বীণা নিয়ে নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যাতে তোমাকে আবার স্মরণ করা যায়।’ অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ16 “ওহে ভুলে যাওয়া বেশ্যা, তোমার বীণা তুলে নগরের মধ্য দিয়ে যাও; ভালো করে বীণা বাজাও, অনেক গান গাও, যেন তোমাকে স্মরণ করা হয়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)16 ওগো বারবধূ, তুমি চলে গেছ আজ বিস্মৃতির আড়ালে! এবার বীণাখানি তব হাতে নাও তুলে। শহরের পথে পথে বেড়াও ঘুরে গাও গান সুমধুর বীণার মধুর ঝঙ্কারে জাগাতে স্মৃতি তব মানবের হৃদয় মাঝারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)16 ‘হে চিরবিস্মৃতে বেশ্যে, বীণা লইয়া নগরে ভ্রমণ কর; মধুর তালে বাজাও, বিস্তর গান কর, যেন আবার স্মৃতিপথে আসিতে পার।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল16 “ওহে বেশ্যা, পুরুষরা তোমায় ভুলে গেছে। তুমি বীণা নিয়ে শহর পরিক্রমায় যাও। মধুর তালে বাজাও এবং তোমার গান মাঝে মাঝে গাও।। তাহলে লোকরা হয়তো তোমাকে আবার চিনতে পারবে।” অধ্যায় দেখুন |