যিশাইয় 23:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তিনি বলেছেন, “তোমরা আর আনন্দ করবে না, নিপীড়িত সীদোনের মেয়েরা; ওঠো, পার হয়ে সাইপ্রাস দ্বীপে যাও; কিন্তু সেখানেও তোমার বিশ্রাম হবে না।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর তিনি বললেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করবে না; উঠ, পার হয়ে সাইপ্রাসে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হবে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তিনি বলেছেন, “ওহে মানভ্রষ্ট কুমারী সীদোন-কন্যা, তুমি আর উল্লসিত হোয়ো না! “তুমি ওঠো, সাইপ্রাসে পার হয়ে যাও; এমনকি, সেখানেও তুমি কোনো বিশ্রাম পাবে না।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 হে সীদোন নগরী, তোমার সুখের দিন অস্তমিত, তোমার সন্তানেরা নিপীড়িত। তারা যদি সাইপ্রাসে পালিয়েও যায়, তাহলেও তারা নিরাপদে থাকবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর তিনি কহিলেন, বলাৎকৃতা কুমারী, সীদোন-কন্যা, তুমি আর উল্লাস করিবে না; উঠ, পার হইয়া কিত্তীমে যাও; সে স্থানেও তোমার বিশ্রাম হইবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 প্রভু বলেন, “হে সীদোনের কুমারী কন্যা, তুমি ধ্বংস হবে! তোমার আনন্দ করবার আর কোন সুযোগ থাকবে না। কিন্তু সোরের লোকরা বলছে, সাইপ্রাস আমাদের সাহায্য করবে।” কিন্তু যদি তুমি সমুদ্র পেরিয়ে সাইপ্রাসে যাও, তাহলে বিশ্রাম করার কোন জায়গা তুমি খুঁজে পাবে না। অধ্যায় দেখুন |