যিশাইয় 16:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তাই আমার হৃদয় মোয়াবের জন্য একটি বীণার মতো কাঁদছে, আর আমার নাড়ী কীর-হেরসের জন্য বাজছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 এই কারণ আমার হৃদয় মোয়াবের জন্য, আমার হৃদয় কীর্-হেরসের জন্য বীণার মত বাজছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 বীণার করুণ সুরের মতো আমার হৃদয় মোয়াবের জন্য বিলাপ করে, আমার অন্তর কীর্-হেরসের জন্য করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 মোয়াবের জন্যে আমি গভীর বেদনায় গুমরে গুমরে কাঁদছি, কীর–হেরেসের জন্য দুঃখে জর্জরিত হচ্ছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 এই কারণ আমার নাড়ী মোয়াবের জন্য, আমার অন্তর কীর্-হেরসের জন্য বীণার ন্যায় বাজিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 তাই আমি মোয়াব এবং কীর্-হেরস এই দুটি শহরের জন্য খুবই দুঃখিত। অধ্যায় দেখুন |