যিরমিয় 8:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 আমি আমার প্রজার মেয়েদের আঘাতে আঘাত পেয়েছি। আমি ভয়ঙ্কর জিনিসে শোক করছি যা তার প্রতি হয়েছে; আমি আতঙ্কিত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আমি আমার জাতির কন্যার স্বাস্থ্যের ভগ্নতার জন্য ভগ্ন হয়েছি, আমি মলিন ও আতঙ্কিত হয়েছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 আমার জাতির লোকেরা যেহেতু চূর্ণ হয়েছে, আমিও চূর্ণ হয়েছি; আমি শোক করি, আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমার বুক ভেঙ্গে যাচ্ছে, কারণ নিষ্পিষ্ট হচ্ছে আমার স্বজাতির মানুষ। আমি শোকে আকুল হয়েছি, বিহ্বল হয়েছি আমি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আমি আমার জাতির কন্যার ভগ্নতা প্রযুক্ত ভগ্ন হইয়াছি, আমি মলিন ও চকিত হইয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আমার লোকরা কষ্ট পেয়েছে বলে আমিও ব্যথিত। দুঃখে আমার কথা বন্ধ হয়ে গিয়েছে। অধ্যায় দেখুন |