যিরমিয় 52:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 নবূখদনিৎসর যাদেরকে বন্দী করেছিলেন তাদের সংখ্যা হল এই: সপ্তম বছরে তিন হাজার তেইশজন যিহূদী, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 বখতে-নাসার কর্তৃক এসব লোক বন্দীরূপে নীত হল; সপ্তম বছরে তিন হাজার তেইশজন ইহুদী; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 নেবুখাদনেজার যাদের নির্বাসনে নিয়ে যান, তাদের সংখ্যা এরকম: সপ্তম বছরে 3,023 জন ইহুদি; অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 রাজা নেবুকাডনেজার যাদের বন্দীরূপে নিয়ে গিয়েছিলেন, এখানে তার বিবরণ দেওয়া হলঃ সপ্তম বৎসরে রাজা হিসাবে তিনি নিয়ে গিয়েছিলেন 3,023 জন লোককে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 নবূখদ্রিৎসর কর্ত্তৃক এই সকল লোক বন্দিরূপে নীত হইল; সপ্তম বৎসরে তিন সহস্র তেইশ জন যিহূদী; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 এইভাবে নবূখদ্রিৎসর অনেক লোককে বন্দী করেন: নবূখদ্রিৎসরের রাজত্ব কালের সপ্তম বছরে যিহূদা থেকে 3023 জনকে বন্দী করে আনা হয়েছিল। অধ্যায় দেখুন |