যিরমিয় 51:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী35 সিয়োনের বাসিন্দারা বলবে, ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি যে অত্যাচার করা হয়েছে, তা বাবিলের উপর করা হোক’। যিরূশালেম বলবে, ‘আমাদের রক্তের অপরাধ কলদীয় বাসিন্দাদের বিরুদ্ধে থাকুক’।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্ম্যের ফল ব্যাবিলনের উপরে বর্তুক,’ এই কথা সিয়োন-নিবাসীনী বলছে; এবং ‘আমার রক্ত কল্দীয় দেশ-নিবাসীদের উপরে বর্তুক,’ এই কথা জেরুশালেম বলছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 আমাদের শরীরের উপরে যে অত্যাচার করা হয়েছে, তা ব্যাবিলনের প্রতিও করা হোক,” একথা সিয়োনের অধিবাসীরা বলুক। জেরুশালেম বলুক, “যারা ব্যাবিলনিয়ায় বসবাস করে, আমাদের রক্তের জন্য তারা দায়ী হোক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সিয়োনের মানুষ বলুক, ‘আমাদের প্রতি যে দৌরাত্ম্য ঘটেছে, তার জন্য ব্যাবিলনই দায়ী! জেরুশালেমের জনসাধারণ বলুক, ‘যে নিগ্রহ ভোগ করেছি আমরা, তার জন্য দায়ী ব্যাবিলন! অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 ‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্ম্যের ফল বাবিলের উপরে বর্ত্তুক,’ ইহা সিয়োন-নিবাসিনী কহিতেছে; এবং ‘আমার রক্ত কল্দীয় দেশনিবাসীদের উপরে বর্ত্তুক,’ ইহা যিরূশালেম বলিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 বাবিল আমাদের আঘাত করতে ভয়ঙ্কর জিনিস ঘটিয়েছিল। এখন আমরা চাই যে বাবিলে ঐসব ঘটনা ঘটুক।” সিয়োনের লোকরা ঐসব জিনিসগুলির কথা বলবে: “আমাদের লোকদের হত্যা করার জন্য বাবিলের লোকরা দোষী। এখন অপকর্মের জন্য তাদের শাস্তি হচ্ছে।” জেরুশালেম শহর ঐসব জিনিসগুলির কথা বলবে। অধ্যায় দেখুন |