যিরমিয় 49:10 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী10 কিন্তু আমি এষৌকে জনশূন্য করেছি। আমি তার গোপন জায়গাগুলি প্রকাশ করেছি, যাতে সে লুকাতে না পারে। তার বংশের লোকেরা, তার ভাইয়েরা ও তার প্রতিবেশীরা ধ্বংস হল, সেও চলে গেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 বস্তুত আমি ইস্কে জনশুন্য করেছি, তার গুপ্ত স্থানগুলো অনাবৃত করেছি, সে কোনভাবে লুকিয়ে থাকতে পারবে না; তার বংশ, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা নষ্ট হয়েছে, সে আর নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমি কিন্তু এষৌর এলাকা জনমানবহীন করব; আমি তার লুকানোর জায়গাগুলি প্রকাশ করে দেব, যেন সে নিজেকে লুকিয়ে রাখতে না পারে। তার সহযোগীরা ও প্রতিবেশীরা এবং তার সশস্ত্র পুরুষেরা বিনষ্ট হবে, আর তার বিষয় বলার আর কেউ থাকবে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 আমি এষৌর বংশধরদের নগ্ন করে দিয়েছি, তাদের লুকাবার গোপন স্থান পর্যন্ত প্রকাশ করে দিয়েছি, যাতে তারা আর লুকাতে না পারে। ইদোমের সমস্ত লোক ধ্বংস হয়ে গেছে—বাকী নেই একজনও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 বস্তুতঃ আমি এষৌকে বস্ত্রহীন করিয়াছি, তাহার গুপ্ত স্থান সকল অনাবৃত করিয়াছি, সে কোন প্রকারে লুকাইয়া থাকিতে পারিবে না; তাহার বংশ, ভ্রাতৃগণ ও প্রতিবাসিগণ লুটিত হইয়াছে, সে আর নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কিন্তু আমি এষৌয়ের সব কিছু নিয়ে যাবো। যেখানেই সে লুকিয়ে থাকুক আমি তাকে খুঁজে বার করবই। এষৌয়ের সন্তান, আত্মীয়স্বজন এবং প্রতিবেশীদের হত্যা করা হবে। অধ্যায় দেখুন |