Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যিরমিয় 48:22 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

22 দীবোন, নবো, বৈৎ-দিব্লাথয়িম,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 হোলন, যহস, মেফাৎ, দীবোন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 দীবোন, নেবো ও বেথ-দিব্লাথয়িমে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 বিচার দণ্ড উপস্থিত হয়েছে দীবোন, নবো এবং বৈৎ‌-দিব্লাথয়িম শহরে।

অধ্যায় দেখুন কপি




যিরমিয় 48:22
9 ক্রস রেফারেন্স  

হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে।


দীবোন-গাদ থেকে যাত্রা করে অলমোন-দিব্লাথয়িমে শিবির স্থাপন করল।


আমি আমার ক্ষমতা প্রদর্শন করব এবং দেশকে নির্জন ও নষ্ট করব মরুভূমি থেকে দিবলা পর্যন্ত যেখানে তারা বাস করে। তারপর তারা জানতে পারবে যে আমি সদাপ্রভু!


মোয়াব সম্বন্ধে বাহিনীগণের সদাপ্রভু ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: “ধিক নবো! কারণ ওটা তো ধ্বংস হয়েছে। কিরিয়াথয়িম ধরা পড়ল ও অসম্মানিত হল। তার দুর্গ অভিশপ্ত ও অপমানিত হল।


গাদ সন্তানরা দীবোন, অটারোৎ, অরোয়ের,


আমরা তাদেরকে বাণ মেরেছি; হিষ্‌বোন দীবোন পর্যন্ত বিনষ্ট হয়েছি; আর আমরা নোফঃ পর্যন্ত ধ্বংস করেছি, যেটা মেদবা পর্যন্ত বিস্তৃত।”


মোয়াবের লোকেরা কাঁদবার জন্য দীবোনের মন্দিরে ও উঁচু জায়গায় গিয়েছে। তারা নবো ও মেদবার ওপরে বিলাপ করছে। তাদের সকলের মাথা কামানো হয়েছে এবং দাড়িও কাটা হয়েছে।


শাস্তি উপস্থিত হয়েছে সমভূমি, হোলন, যহস, মেফাৎ,


কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন