যিরমিয় 46:8 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী8 মিশর নীল নদীর মত হয়ে উঠে আসছে, নদীর মত জল তোলপাড় করছে। সে বলে, আমি উপরে উঠব; আমি পৃথিবী ঢেকে ফেলব; আমি শহরগুলি ও তাদের বাসিন্দাদের ধ্বংস করব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 মিসর নীল নদের মত উঠে আসছে, নদীগুলোর মত জলরাশি আস্ফালন করছে; আর সে বলে, আমি উথলে উঠব, ভূতল আপ্লাবিত করবো, আমি নগর ও সেই স্থানের অধিবাসীদের বিনষ্ট করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 মিশর নীলনদের মতো উঠে আসছে, যেমন নদীগুলিতে জলরাশি ফেঁপে ওঠে। সে বলছে, ‘আমি উঠে সমস্ত পৃথিবীকে প্লাবিত করব, আমি লোকসমেত সব নগর ধ্বংস করব।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 ও যে মিশর, নীলনদেরই মত উৎসারিত হয়ে বন্যার বেগে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সব! মিশর বলল, আমি উত্তাল হব, প্লাবিত করব ধরণীতল, ধ্বংস করব নগর-জনপদ ও তার অধিবাসীদের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 মিসর নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদীসমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে; আর সে বলে, আমি উথলিয়া উঠিব, ভূতল আপ্লাবিত করিব, আমি নগর ও তন্নিবাসীদিগকে বিনষ্ট করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 মিশর নীল নদের মতো জেগে ওঠো, একটি বেগবান ও শক্তিশালী নদীর মত। শক্তিশালী দ্রুতগামী নদীর মতো যে আসছে সে মিশর। মিশর বলল, ‘আমি আসব এবং পৃথিবীকে গ্রাস করব। আমি ধ্বংস করব শহরগুলিকে এবং সেই শহরের মানুষকে।’ অধ্যায় দেখুন |