যিরমিয় 46:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 জাতিরা তোমার অপমানের কথা শুনেছে; তোমার বিলাপে পৃথিবী পূর্ণ হবে। এক সৈন্য আর এক সৈন্যের উপর হোঁচট খেয়েছে, দুজনেই একসঙ্গে পতিত হল।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 জাতিরা তোমার অপমানের কথা শুনেছে, তোমার কাতরোক্তিতে দুনিয়া পরিপূর্ণ হচ্ছে, কেননা এক বীর অন্য বীর কর্তৃক হোঁচট খেয়েছে, তারা উভয়ে একসঙ্গে পড়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 জাতিগণ তোমার লজ্জার কথা শুনবে; তোমার কান্নায় পৃথিবী পূর্ণ হবে। এক যোদ্ধা অন্য যোদ্ধার উপরে পড়বে, তারা উভয়েই একসঙ্গে পতিত হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 জাতিবৃন্দ শুনেছে তোমাদের আর্তস্বর, ধরণীর বুকে উঠেছে তার প্রতিধ্বনি, এক যোদ্ধা ঝাঁপিয়ে পড়ছে অপর যোদ্ধার উপরে তারপর ধরাশায়ী হচ্ছে দুজনেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 জাতিগণ তোমার অপমানের কথা শুনিয়াছে, তোমার কাতরোক্তিতে পৃথিবী পরিপূর্ণ হইতেছে, কেননা বীর বীরে উছোট খাইয়াছে, তাহারা উভয়ে একসঙ্গে পতিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 অন্যান্য জাতিগুলি তোমার কান্না শুনতে পাবে। তোমার কান্না শোনা যাবে সমগ্র পৃথিবী জুড়ে। কারণ একজন ‘বীরযোদ্ধা’ আর এক জনের ওপর হুমড়ি খেয়ে পড়বে। কিন্তু তারা দুজনেই এক সঙ্গে মাটিতে আছাড় খাবে।” অধ্যায় দেখুন |