যিরমিয় 45:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে নেরিয়ের ছেলে বারূক যিরমিয়ের কাছে শুনলেন। তা তিনি গুটানো বইয়ে লিখলেন। সেটা হল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের চতুর্থ বছরে যখন নেরিয়ের পুত্র বারূক এ সব কথা ইয়ারমিয়ার মুখে শুনে কিতাবে লিখলেন, তখন নবী ইয়ারমিয়া তাঁকে এই কথা বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 যোশিয়ের পুত্র যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, যখন নেরিয়ের পুত্র বারূক এসব কথা যিরমিয়ের কাছে শুনে পুঁথিতে লিখলেন, তখন ভাববাদী যিরমিয় বারূককে এই কথা বললেন: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের রাজত্বের তখন চতুর্থ বৎসর চলছে। সেই সময় আমি বারুককে দিয়ে সব কথা লিখিয়ে রাখলাম। তারপর আমি তাকে বললাম, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের চতুর্থ বৎসরে যখন নেরিয়ের পুত্র বারূক এই সমস্ত কথা যিরমিয়ের মুখে শুনিয়া পুস্তকে লিখিলেন, তখন যিরমিয় ভাববাদী তাঁহাকে এই কথা কহিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 যোশিয়ের পুত্র যিহোয়াকীম তখন যিহূদার রাজা। যিহোয়াকীমের রাজত্বকালের চার বছরের মাথায় ভাববাদী যিরমিয় নেরিয়ের পুত্র বারূককে এই বার্তাগুলি বলেছিল। বারূক একটি খাতায় সেগুলি লিখেছিল। যিরমিয় বারূককে বলেছিল, অধ্যায় দেখুন |