যিরমিয় 38:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 যিরূশালেমের দখল হবার দিন পর্যন্ত যিরমিয় পাহারাদারদের সেই উঠানে থাকলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 আর জেরুশালেমের পরাজয়ের দিন পর্যন্ত ইয়ারমিয়া রক্ষীদের প্রাঙ্গণে থাকলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 আর জেরুশালেম অধিকৃত না হওয়া পর্যন্ত যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থেকে গেলেন। এভাবেই জেরুশালেমকে অধিকার করা হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 আমি জেরুশালেম অধিকৃত হওয়ার দিন পর্যন্ত রাজপ্রাসাদের রক্ষীদের প্রাঙ্গণে কারাগারে বন্দী হয়ে রইলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 আর যিরূশালেমের পরাজয়-দিন পর্য্যন্ত যিরমিয় রক্ষীদের প্রাঙ্গণে থাকিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 অবশেষে যিরমিয় মন্দির চত্বরে প্রহরীদের নজরবন্দী হয়ে রয়ে গেল যতদিন পর্যন্ত না জেরুশালেম দখল হয় ততদিন পর্যন্ত। অধ্যায় দেখুন |