যিরমিয় 37:14 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী14 যিরমিয় বললেন, “এ মিথ্যা কথা, আমি কলদীয়দের পক্ষে যাচ্ছি না।” তবুও যিরিয় তাঁর কথা না শুনে তাঁকে ধরে শাসনকর্ত্তাদের কাছে নিয়ে গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ইয়ারমিয়া বললেন, এটা মিথ্যে কথা, আমি কল্দীয়দের পক্ষে যাচ্ছি না। তবুও যিরিয় তাঁর কথা না শুনে ইয়ারমিয়াকে ধরে কর্মকর্তাদের কাছে নিয়ে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যিরমিয় বললেন, “সেই কথা সত্যি নয়। আমি ব্যাবিলনীয়দের পক্ষে যোগ দিতে যাচ্ছি না।” কিন্তু যিরিয় তাঁর কথা শুনতে চাইলেন না; পরিবর্তে, তিনি যিরমিয়কে গ্রেপ্তার করে রাজকর্মচারীদের কাছে নিয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমি বললাম, এ সম্পূর্ণ মিথ্যা কথা, আমি তাদের পক্ষ নিই নি। যিরিয় কিন্তু আমার কথা তো শুনলই না, উপরন্তু সে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেল উচ্চপদস্থ রাজকর্মচারীদের কাছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 যিরমিয় কহিলেন, এ মিথ্যা কথা, আমি কল্দীয়দের পক্ষে যাইতেছি না। তথাপি যিরিয় তাঁহার কথা না শুনিয়া যিরমিয়কে ধরিয়া অধ্যক্ষদের নিকটে লইয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 যিরমিয় যিরিয়কে বলেছিল, “তোমার অভিযোগ সত্যি নয়, আমি বাবিলের পক্ষে যোগ দিতে যাচ্ছিলাম না।” কিন্তু যিরিয় যিরমিয়র সেই আপত্তি শুনতে অস্বীকার করেছিল এবং সে যিরমিয়কে গ্রেপ্তার করে রাজার সভাপরিষদদের সামনে এনে হাজির করেছিল। অধ্যায় দেখুন |