যিরমিয় 36:27 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী27 যিরমিয়ের নির্দেশে বারূক যে সব বাক্য লিখেছেন, সেই গুটানো কাগজটি রাজা পুড়িয়ে দিলে সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের কাছে এল। সেটি হল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 ইয়ারমিয়ার মুখে শুনে বারূক যেসব কালাম লিখেছিলেন, সেই কিতাবখানি বাদশাহ্ পুড়িয়ে দেবার পর মাবুদের এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 যিরমিয়ের বলা কথাগুলি শুনে বারূক যে পুঁথিতে সেগুলি লিখেছিলেন, রাজা তা পুড়িয়ে ফেলার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27-28 যে পাণ্ডুলিপি আমি বারুককে দিয়ে লিখিয়েছিলাম, রাজা যিহোয়াকিম সেটি পুড়িয়ে দেবার পর প্রভু পরমেশ্বর আমাকে আর একটি পাণ্ডুলিপির তুলট কাগজ নিয়ে প্রথমটিতে যা লেখা হয়েছিল, সেই সব কথা আবার লিখতে বললেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 যিরমিয়ের মুখে শুনিয়া বারূক যে সকল বাক্য লিখিয়াছিলেন, তৎসম্বলিত পুস্তকখানি রাজা পোড়াইলে পর সদাপ্রভুর এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 যিহোয়াকীম খাতাটি পুড়িয়ে ফেলার পর প্রভুর বার্তা এলো যিরমিয়র কাছে। ঐ খাতাতেই লিপিবদ্ধ ছিল প্রভুর সমস্ত বার্তা যা যিরমিয় বলে গিয়েছিল আর বারূক লিপিবদ্ধ করেছিল। ঐ খাতার প্রতিটি পাতায় এই ছিল সেই বার্তা যা পুনরায় প্রভু যিরমিয়কে বললেন: অধ্যায় দেখুন |