যিরমিয় 36:25 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী25 ইলনাথন, দলায় ও গমরিয় রাজাকে সেই গুটানো কাজটি না পোড়াতে অনুরোধ করেছিলেন, কিন্তু রাজা তাঁদের কথা শুনলেন না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 যদিও ইল্নাথন, দলায় ও গমরিয়, কিতাবখানি যেন পোড়ানো না হয়, সেজন্য বাদশাহ্কে বিনয় করেছিলেন, তবুও তিনি তাঁদের কথা শুনলেন না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 যদিও ইল্নাথন, দলায় ও গমরিয় পুঁথিটি না পোড়ানোর জন্য রাজাকে অনুরোধ করেছিল, তিনি তাদের কথা শোনেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 যদিও ইলনাথন, দলয়িয় ও গমরিয় রাজাকে পাণ্ডুলিপি না পোড়াতে অনুরোধ করেছিল, কিন্তু রাজা তাদের কথায় কান দেননি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 যদ্যপি ইল্নাথন, দলায় ও গমরিয়, পুস্তকখানি যেন পোড়ান না হয়, সে জন্য রাজাকে বিনয় করিয়াছিলেন, তথাপি তিনি তাঁহাদের কথা শুনিলেন না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ইল্নাথন, দলায় এবং গমরিয় চেষ্টা করেছিল রাজার সঙ্গে কথা বলার যাতে তিনি খাতাটি না পোড়ান। কিন্তু রাজা তাদের কথা শোনেননি। অধ্যায় দেখুন |