যিরমিয় 35:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 আমরা বাস করার জন্য কখনও ঘর তৈরী করি নি, আঙ্গুর ক্ষেত, শস্য ক্ষেত বা বীজ বপন করি নি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 এবং আমাদের বাসের জন্য বাড়ি নির্মাণ করি নি; আর আঙ্গুর-ক্ষেত, শস্য ক্ষেত বা বীজ আমাদের নেই; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 আমরা গৃহ নির্মাণ করে তার মধ্যে বসবাসও করিনি, কিংবা দ্রাক্ষাকুঞ্জ, শস্যের ক্ষেত বা বীজও আমাদের নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9-10 আমরা বাসগৃহ নির্মাণ করি না, তাঁবুতে বাস করি, এবং আমাদের কোনও দ্রাক্ষাক্ষেত্র বা কৃষির জন্য ক্ষেত-খামার অথবা শস্যাদিও নেই। আমাদের পিতৃপুরুষ যিহোনাদবের আদেশ আমরা সম্পূর্ণভাবে পালন করে চলেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 এবং আমাদের বাসের জন্য গৃহ নির্ম্মাণ করাও অকর্ত্তব্য, আর দ্রাক্ষাক্ষেত্র, শস্যক্ষেত্র বা বীজ আমাদের নাই; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আমরা কখনও বাস করার জন্য বাড়ি তৈরী করি না। দ্রাক্ষার চাষ করি না, ফসল ফলানোর জন্য বীজ বুনি না। অধ্যায় দেখুন |