যিরমিয় 35:1 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী1 যোশিয়ের ছেলে যিহূদার রাজা যিহোয়াকীমের দিনের সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল। এটা হল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ইউসিয়ার পুত্র এহুদার বাদশাহ্ যিহোয়াকীমের সময়ে মাবুদের কাছ থেকে এই কালাম ইয়ারমিয়ার কাছে নাজেল হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 যোশিয়ের পুত্র, যিহূদার রাজা যিহোয়াকীমের রাজত্বকালে, যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 যোশিয়ের পুত্র যিহুদীয়ার রাজা যিহোয়াকিমের রাজত্বকালে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 যোশিয়ের পুত্র যিহূদা-রাজ যিহোয়াকীমের সময়ে সদাপ্রভু হইতে এই বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 যিহূদার রাজা যখন যিহোয়াকীম তখন যিরমিয়র কাছে প্রভুর বার্তা এলো। যিহোয়াকীম ছিলেন যোসিয়ের পুত্র। এই হল প্রভুর বার্তা: অধ্যায় দেখুন |