যিরমিয় 32:43 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী43 তার এই যে দেশের বিষয়ে তোমরা বলছ, ‘এটি একটি পতিত জমি, যেখানে মানুষ বা পশু কিছুই নেই; কারণ এটি কলদীয়দের হাতে সমর্পিত হয়েছে’। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস43 আর এই যে দেশের বিষয়ে তোমরা বলছো, ‘এটা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হয়েছে, কল্দীয়দের হস্তগত হয়েছে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ43 আর একবার এই দেশে জমি কেনাবেচা হবে, যে দেশ সম্বন্ধে তোমরা বলো, ‘এই দেশ নির্জন পরিত্যক্ত স্থান, যেখানে কোনো মানুষ বা পশু থাকে না, কারণ এই দেশ ব্যাবিলনীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)43 প্রজারা বলছে, এ দেশ পরিত্যক্ত মরুভূমির মত হয়ে যাবে যেখানে কোনও জনপ্রাণীর বাস নেই। এই দেশই দেওয়া হবে ব্যাবিলনীয়দের, কিন্তু এদেশের জমি আবার কেনা হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)43 আর এই যে দেশের বিষয়ে তোমরা বলিতেছ, ‘ইহা নরশূন্য ও পশুশূন্য ধ্বংসস্থান হইয়াছে, কল্দীয়দের হস্তগত হইয়াছে, ইহার মধ্যে আবার ক্ষেত্র ক্রয় করা যাইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল43 তোমরা বলছো: ‘বাবিলের সৈন্য এদেশকে একটি শূন্য মরুভূমিতে পরিণত করেছে। এখানে কোন প্রাণের স্পন্দন নেই।’ কিন্তু ভবিষ্যতে মানুষ এখানেই বাস করার জন্য জমি কিনবে। অধ্যায় দেখুন |