যিরমিয় 30:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তোমার পক্ষে সমর্থন করার কেউ নেই; তোমার আঘাত সুস্থ করার কোনো ওষুধ নেই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তোমার পক্ষ সমর্থন করার কেউই নেই; তোমার ক্ষত ভাল করার ওষুধ নেই, তোমার সুস্থতা লাভ করার কোন আশাও নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমার জন্য কেউ মিনতি করে না, তোমার ঘায়ের কোনো প্রতিকার নেই, তোমার জন্য কোনো রোগনিরাময় নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কেউ নেই তোমাদের যত্ন নেবার, ক্ষতের কোনও চিকিৎসাও নেই, কোনও আশা নেই আরোগ্যের। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তোমার পক্ষ সমর্থন করিবার কেহই নাই; তোমার ব্রণ ভাল করিবার ঔষধ নাই, তোমার পটিও নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এমন কোন ব্যক্তি নেই যে তোমাদের ক্ষতের যত্ন নিতে পারে। তাই তোমাদের আঘাত সারবে না। অধ্যায় দেখুন |