যিরমিয় 28:7 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী7 কিন্তু আমি তোমাদের কাছে এবং সমস্ত লোকেদের কাছে যে কথা ঘোষণা করছি তা শুনুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কিন্তু আমি তোমার কর্ণগোচরে ও সমস্ত লোকের কর্ণগোচরে একটি কথা বলি, শোন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তবুও, আমি তোমার ও সব লোকের কর্ণগোচরে যা বলতে চাই, তা তোমরা শোনো: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 কিন্তু আমি তোমাদের ও এই জনসাধারণকে যা বলি শোন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কিন্তু আমি তোমার কর্ণগোচরে ও সমস্ত প্রজালোকের কর্ণগোচরে একটী কথা বলি, শ্রবণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 “কিন্তু আমাকে যা বলতেই হবে তা শোন, হনানিয় শোন, শোন উপস্থিত লোকরা। অধ্যায় দেখুন |