যিরমিয় 23:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 তাদের মধ্যে কে সদাপ্রভুর সভায় দাঁড়িয়েছে? কে দেখে ও তাঁর বাক্য শোনে? কে তাঁর বাক্যে মনোযোগ দেয় ও শোনে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 বাস্তবিক কে মাবুদের সভায় দাঁড়িয়ে দেখেছে ও তাঁর কালাম শুনেছে? কে আমার কথায় কান দিয়ে তা শুনতে পেয়েছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 কিন্তু তাদের মধ্যে কে সদাপ্রভুর সভায় দাঁড়িয়েছে তাঁকে দেখার বা তাঁর কথা শোনার জন্য? কে তাঁর বাক্য শুনে তা অবধান করেছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 আমি বললাম, এই সমস্ত নবীদের মধ্যে কেউ কখনও প্রভু পরমেশ্বরের মনের গোপন কথা জানতে পারে নি। তাদের মধ্যে কেউ কোনদিন তাঁর বাণী শোনেনি বা উপলব্ধি করে নি। কেউ মনোযোগও দেয়নি তাঁর কথায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 বাস্তবিক কে সদাপ্রভুর সভায় দাঁড়াইয়া দেখিয়াছে ও তাঁহার বাক্য শুনিয়াছে? কে আমার বাক্যে কর্ণ দিয়া তাহা শুনিতে পাইয়াছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 কিন্তু ঐ ভাববাদীদের কেউই স্বর্গীয় সভায় দাঁড়ায়নি। তাদের কেউই প্রভুকে দেখেনি বা প্রভুর বার্তা শোনেনি। অধ্যায় দেখুন |