যিরমিয় 17:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 এটা সদাপ্রভুর ঘোষণা, ‘এটা ঘটবে, যদি তোমরা সত্যিই আমার কথা শোনো এবং বিশ্রামবারে শহরের ফটক দিয়ে কোন বোঝা না আন, কিন্তু পরিবর্তে বিশ্রামবারকে পবিত্র করো এবং কোন কাজ না করো, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 মাবুদ এই কথা বলেন, তোমরা যদি যত্নপূর্বক আমার কথায় কান দেও, বিশ্রামবারে এই নগর-দ্বার দিয়ে কোন বোঝা ভিতরে না আন, যদি বিশ্রামবার পবিত্র কর, সেই দিনে কোন কাজ না কর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 কিন্তু তোমরা যদি যত্নের সঙ্গে আমার আদেশ পালন করো, সদাপ্রভু এই কথা বলেন, আর তোমরা সাব্বাথ-দিনে এই নগরের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে না নিয়ে এসো এবং কোনো কাজ না করে সাব্বাথ-দিনকে পবিত্র বলে মান্য করো, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 ঐ সব লোককে বল যেন তারা আমার সমস্ত আদেশ পালন করে। সাব্বাথ দিনে এই নগরের তোরণদ্বার দিয়ে তারা কোন বোঝা বাইরে থেকে ভেতরে বয়ে আনতে পারবে না। সাব্বাথ দিনকে শুচিশুদ্ধভাবে তাদের পালন করতে হবে এবং এই দিনে কোনও কাজই তারা করবে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 সদাপ্রভু এই কথা কহেন, তোমরা যদি যত্নপূর্ব্বক আমার কথায় কর্ণপাত করিয়া, বিশ্রামদিনে এই নগরের দ্বার দিয়া কোন বোঝা ভিতরে না আন, যদি বিশ্রামদিন পবিত্র কর, সেই দিনে কোন কার্য্য না কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 কিন্তু তোমরা মন দিয়ে আমার কথা শোন। আমাকে মান্য করো। এই হল প্রভুর বার্তা: বিশ্রামের দিন জেরুশালেমের ফটক দিয়ে কোন মালপত্র বয়ে এনো না। বিশ্রামের দিন কাজ করা বন্ধ রেখো এবং ঐ দিনটি পবিত্র ভাবে কাটাও। অধ্যায় দেখুন |