যিরমিয় 17:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 একটি তিতির পাখী একটি ডিমে তা দিয়ে বাচ্চা ফোঁটায়, যে ডিমটি তার নিজের নয়। কোন একজন অসৎ উপায়ে ধনী হয়; কিন্তু তার জীবনের মাঝামাঝি দিনের, সেই ধনসম্পদ তাকে ছেড়ে চলে যাবে; আর শেষে সে বোকা হয়ে যাবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ডিমে তা না দিলেও যেমন তিতির পাখি বাচ্চাদের সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অসৎ উপায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্ধেক বয়সে তাকে ছেড়ে যাবে এবং শেষকালে সে মূঢ় হয়ে পড়বে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে, অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই। তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে, পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যে অসৎ উপায়ে অর্থ সংগ্রহ করে, সে সেই পাখির মত, যে অপরের ডিমে ‘তা’ দেয়। জীবনের চরম সন্ধিক্ষণে সে হারাবে সকল সম্পদ, পরিণামে, সে একটি মূর্খ —এই হবে তার একমাত্র পরিচয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 প্রসব না করিলেও যেমন তিত্তির পক্ষী শাবকদিগকে সংগ্রহ করে, তেমনি সেই ব্যক্তি যে অন্যায়ে ধন সঞ্চয় করে, সেই ধন অর্দ্ধ বয়সে তাহাকে ছাড়িয়া যাইবে, এবং শেষকালে সে মূঢ় হইয়া পড়িবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 কখনো কখনো একটা পাখী অন্যের ডিমে তা দিয়ে তাকে ফোটায়। ঠিক একই ভাবে একজন মানুষ ঠকায় এবং অন্যের টাকা আত্মসাৎ করে। সেই টাকা সে তার অর্ধেক জীবনে উড়িয়ে দেয়। জীবনের শেষ পর্যায়ে সে বুঝতে পারে যে সে কত বড় নির্বোধ।” অধ্যায় দেখুন |