যিরমিয় 14:9 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী9 কেন তুমি আলাদা হওয়া লোকের মত হবে, একটি যোদ্ধার মত যে কাউকে রক্ষা করতে সক্ষম না? কারণ হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ! তোমার নাম আমাদের উপরে ঘোষিত আছে। আমাদের ত্যাগ কোরো না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 কেন তুমি স্তম্ভিত মানুষের মত, উদ্ধার করতে অসমর্থ বীরের মত হও? তবুও হে মাবুদ, তুমি আমাদের মধ্যবর্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্তিত; আমাদেরকে পরিত্যাগ করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 কেন তুমি বিভ্রান্ত এক মানুষের মতো, উদ্ধার করতে না পারা যোদ্ধার মতো হও? হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যেই আছ, আর আমরা তোমার পরিচয় বহন করি; আমাদের পরিত্যাগ কোরো না! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 কেন তুমি বিস্ময়ে বিমূঢ় একটি মানুষের মত, উদ্ধারে অপারগ এক সৈনিকের মত? এ কথা নিশ্চিত, হে প্রভু পরমেশ্বর তুমি আছ আমাদেরই মাঝে! আমরা তোমারই প্রজা, আমাদের তুমি করো না পরিত্যাগ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 কেন তুমি স্তম্ভিত মানুষের ন্যায়, ত্রাণ করিতে অসমর্থ বীরের ন্যায় হও? তথাপি, হে সদাপ্রভু, তুমি আমাদের মধ্যবর্ত্তী, আর আমাদের উপরে তোমার নাম কীর্ত্তিত; আমাদিগকে পরিত্যাগ করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 আপনি যেন স্তম্ভিত এক মানুষ। আপনি যেন একজন সৈনিক যার প্রাণ বাঁচানোর কোন ক্ষমতা নেই। কিন্তু প্রভু, আপনি আমাদের সঙ্গেই আছেন। আপনার নাম ধরেই আমাদের ডাকা হয় সুতরাং আমাদের সাহায্য না করে আপনি চলে যাবেন না।” অধ্যায় দেখুন |