যিরমিয় 13:24 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী24 “আমি তুষের মত তাদের ছড়িয়ে দেব যা মরুপ্রান্তের বাতাসে নষ্ট হয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর আমি এদেরকে উড়িয়ে দেব, যেমন মরুভূমিস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়ে যায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 “মরুভূমির বাতাসে উড়ে যাওয়া তুষের মতো আমি তোমার লোকদের ছড়িয়ে ফেলব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রভু পরমেশ্বর প্রচণ্ড ঝড়ের মুখে তোমাকে খড়কুটোর মত ছড়িয়ে ফেলবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর আমি ইহাদিগকে উড়াইয়া দিব, যেমন প্রান্তরস্থ বায়ুর সম্মুখে নাড়া উড়িয়া যায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 “আমি তোমাকে জোর করে ঘর ছাড়া করবো। তুমি দিক্বিদিকে ছোটাছুটি করবে। তুমি ভূষির মতো মরু ঝড়ে উড়ে যাবে। অধ্যায় দেখুন |