যিরমিয় 13:12 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী12 তাই তুমি তাদের এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এটা বলেন, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে। তারা তোমাকে বলবে, আমরা কি জানি না যে, প্রত্যেকটি পাত্র আঙ্গুর রসে পূর্ণ হবে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 অতএব তুমি তাদেরকে এই কথা বল, ইসরাইলের আল্লাহ্ মাবুদ এই কথা বলেন, প্রত্যেক কলসী আঙ্গুর-রসে পূর্ণ করা যাবে; তাতে তারা তোমাকে বলবে, প্রত্যেক কলসী যে আঙ্গুর-রসে পূর্ণ করা যাবে, তা আমরা কি জানি না? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 “তুমি গিয়ে তাদের বলো, ‘সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে।’ আর তারা যদি তোমাকে বলে, ‘আমরা কি জানি না যে, প্রতিটি সুরাধার আঙুররসে পূর্ণ করা হবে?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিরমিয়, ইসরায়েলীদের বল, প্রত্যেকটি সুরাপাত্র সুরায় পূর্ণ থাকে। তারা বলবে, ‘সুরাপাত্র যে সুরায় পূর্ণ থাকে, সে কথা কি আমরা জানি না?’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 অতএব তুমি তাহাদিগকে এই কথা বল, ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, প্রত্যেক কলস দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে; তাহাতে তাহারা তোমাকে বলিবে, প্রত্যেক কলস যে দ্রাক্ষারসে পূর্ণ করা যাইবে, তাহা আমরা কি জানি না? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 “যিরমিয়, যিহূদার লোকদের বলো: ‘প্রভু, ইস্রায়েলের ঈশ্বর যা বললেন তা হল: চামড়ার তৈরী প্রত্যেকটি দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে ভরে থাকা উচিৎ।’ ওরা তোমাকে মৃদু হেসে বলবে, ‘আমরা কি জানি না যে প্রতিটি চামড়ার তৈরী দ্রাক্ষারস রাখার থলি দ্রাক্ষারসে পূর্ণ থাকা উচিৎ?’ অধ্যায় দেখুন |