যিরমিয় 11:6 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী6 সদাপ্রভু আমাকে বললেন, যিহূদার শহরগুলিতে ও যিরূশালেমের রাস্তায় এই কথা ঘোষণা কর। বল, “এই চুক্তির কথা গুলি শোনো এবং তা পালন কর।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 আর মাবুদ আমাকে বললেন, তুমি এহুদার নগরে নগরে ও জেরুশালেমের পথে পথে এ সব কথা তবলিগ কর, বল, তোমরা এই নিয়মের কথা শোন ও সেসব পালন কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সদাপ্রভু আমাকে বললেন, “তুমি এই সমস্ত বাক্যের কথা যিহূদার নগরগুলিতে ও জেরুশালেমের পথে পথে গিয়ে ঘোষণা করো: ‘তোমরা এই নিয়মের শর্তাবলির কথা শোনো ও সেগুলি পালন করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 তখন প্রভু পরমেশ্বর আমাকে বললেন, যিহুদীয়ার নগরে নগরে যাও, যাও জেরুশালেমের পথে পথে। সেখানে ঘোষণা কর আমার বার্তা। সন্ধিচুক্তির শর্তগুলি তাদের মনোযোগ দিয়ে শুনতে বল। বল তাদের সেগুলি পালন করতে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 আর সদাপ্রভু আমাকে কহিলেন, তুমি যিহূদার নগরে নগরে ও যিরূশালেমের সড়কে সড়কে এই সমস্ত কথা প্রচার কর, বল, তোমরা এই নিয়মের কথা শুন, ও সে সকল পালন কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 প্রভু আমাকে বললেন, “যিরমিয়, এই বার্তা তুমি যিহূদার শহরগুলিতে এবং জেরুশালেমের রাস্তাগুলিতে ধর্মোপদেশ দ্বারা প্রচার করো। এই হল বার্তা: ‘চুক্তির বয়ান শোন এবং বিধিগুলিকে মান্য করো। অধ্যায় দেখুন |