যাত্রাপুস্তক 40:11 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী11 তুমি আমার সেবা কাজের জন্য গামলার মত পাত্রটি ও তার দানি অভিষেক করবে ও পবিত্র করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 আর তুমি ধোবার পাত্র ও তার গামলা অভিষেক করে পবিত্র করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 গামলা ও সেটির মাচাটি অভিষিক্ত করো এবং সেগুলি পবিত্রও করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 তুমি প্রক্ষালনপাত্র ও তার পায়াগুলিও অভিষিক্ত করে পবিত্র করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 আর তুমি প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিয়া পবিত্র করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 পাত্র ও পাত্র দানকে পবিত্র করবার জন্য তাদের অভিষেক করো। অধ্যায় দেখুন |