Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




যাত্রাপুস্তক 39:35 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী

35 এবং সাক্ষ্য সিন্দুক ও তা বহন করার জন্য দণ্ড এবং পাপাবরণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

35 এবং শরীয়ত-সিন্দুক ও তার বহন-দণ্ড, গুনাহ্‌ আবরণ

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

35 খুঁটি ও প্রায়শ্চিত্ত-আচ্ছাদন সমেত বিধিনিয়মের সিন্দুক;

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

35 চুক্তিসিন্দুক ও তার বহনদণ্ডগুলি, চুক্তিসিন্দুকের আচ্ছাদন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

35 এবং সাক্ষ্য-সিন্দুক ও তাহার বহন-দণ্ড,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

35 মোশিকে সাক্ষ্য সিন্দুকটিও দেখানো হল। সিন্দুকটি বহন করার জন্য খুঁটি ও সিন্দুকটির আবরণও তারা দেখাল।

অধ্যায় দেখুন কপি




যাত্রাপুস্তক 39:35
5 ক্রস রেফারেন্স  

এতে পবিত্র আত্মা যা জানান, তা এই, সেই প্রথম তাঁবু যতদিন স্থাপিত থাকে, ততদিন পবিত্র জায়গায় প্রবেশের পথ প্রকাশিত হয় না।


এবং সিন্দুকের উপরে ঈশ্বরের মহিমার সেই দুই করূব দূত ছিল, যারা পাপাবরণ ছায়া করত; এই সবের বর্ণনা করে বলা এখন নিষ্প্রয়োজন।


পরে তুমি খাঁটি সোনা দিয়ে আড়াই হাত দৈর্ঘ্য ও দেড় হাত প্রস্থ পাপাবরণ তৈরী করবে।


রক্তের মত লাল রঙের ভেড়ার চামড়ার তৈরী ছাদ, শীলের চামড়ার তৈরী ছাদ এবং গোপন করার জন্য পর্দা,


তারা টেবিল ও তার সব পাত্রগুলি এবং দর্শন রুটি আনলো,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন