যাত্রাপুস্তক 37:20 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী20 বাতিদানীতে বাদাম ফুলের কুঁড়ি ও ফুলের মত চারটি পেয়ালা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 আর প্রদীপ-আসনের বাদাম ফুলের মত চারটি গোলাধার ও তাদের কুঁড়ি ও ফুল ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 আর দীপাধারে কুঁড়ি ও মুকুল সমেত কাগজি বাদামফুলের মতো দেখতে চারটি পানপাত্র ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 দীপাধারের কাণ্ডে কুঁড়ি ও ফুল সমেত বাদাম ফুলের মত চারটি ফুল ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 আর দীপবৃক্ষের বাদাম পুষ্পের ন্যায় চারি গোলাধার ও তাহাদের কলিকা ও পুষ্প ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 বাতিদানের দণ্ডে আরও চারটি ফুল রাখা হল কুঁড়ি ও পাপড়ি সমেত যা দেখতে বাদাম ফুলের মতো। অধ্যায় দেখুন |