যাত্রাপুস্তক 37:13 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী13 তার জন্য সোনার চারটি বালা ছাঁচে তৈরী করে তার চারটি পায়ার চারটি কোণে রাখলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর তার জন্য সোনার চারটি কড়া ঢেলে তার চার পায়ার চার কোণে রাখলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 টেবিলের জন্য তাঁরা সোনার চারটি আংটা ঢালাই করে দিলেন এবং সেগুলি সেই চার কোনায় বেঁধে দিলেন, যেখানে চারটি পায়াও ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 তারপর সোনার চারটি আঙটা ঢালাই করে টেবিলের চার কোণে চারটি পায়ার সঙ্গে লাগিয়ে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর তাহার জন্য স্বর্ণের চারি কড়া ঢালিয়া তাহার চারি পায়ার চারি কোণে রাখিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 তারপর সে টেবিলের চারকোণায় চারপায়ায় চারটি সোনার আংটা লাগাল। অধ্যায় দেখুন |