যাত্রাপুস্তক 30:28 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী28 ধূপবেদি, হোমবেদি ও তার সব পাত্রগুলি এবং হাত ধোয়ার জন্য গামলার মত পাত্র ও সেটি রাখবার জন্য দানি অভিষেক করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 পোড়ানো-কোরবানীর কোরবানগাহ্ ও তার সমস্ত পাত্র এবং ধোবার পাত্র ও তার আসন অভিষেক করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 হোমবলির বেদি ও তার সব বাসনপত্র, এবং গামলা ও তার মাচাটি অভিষিক্ত করার জন্য তা ব্যবহার কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 হোমের বেদী ও তার সমস্ত পাত্র, প্রক্ষালন পাত্র ও তার পায়াগুলি অভিসিঞ্চিত করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 দীপবৃক্ষ ও তাহার সকল পাত্র, ধূপবেদি, হোমবেদি ও তাহার সকল পাত্র, এবং প্রক্ষালন-পাত্র ও তাহার খুরা অভিষেক করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 হোমবলির বেদীতে এবং হোমবলির জন্য ব্যবহৃত সমস্ত পাত্রে এবং হাত পা ধোয়ার সেই পাত্র ও পাত্রের নীচে রাখা পায়াতেও ঐ তেল ছিটিয়ে দাও। অধ্যায় দেখুন |