যাত্রাপুস্তক 30:21 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী21 তারা অবশ্যই তাদের হাত ও পা পরিষ্কার করবে, যেন তারা না মরে। এটি হারোণ ও তার বংশধরদের জন্য বংশ পরম্পরায় চিরকালের ব্যবস্থা হবে।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তারা যেন মারা না পড়ে সেজন্য তা করবে, এটি তাদের পক্ষে চিরস্থায়ী নিয়ম, পুরুষানুক্রমে হারুন ও তার বংশের জন্য। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তখনও তারা তাদের হাত পা ধুয়ে নেবে, যেন তারা মারা না যায়। আগামী বংশপরম্পরায় হারোণ ও তার বংশধরদের জন্য এ এক দীর্ঘস্থায়ী বিধি হবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তারা সেই জলে হাত-পা ধোবে। অন্যথায় তারা মারা যাবে। হারোণ ও তার বংশধরদের চিরকাল এই রীতি অতি অবশ্যই পালন করতে হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহারা যেন না মরে, এই জন্য করিবে; ইহা তাহাদের পক্ষে চিরস্থায়ী বিধি, পুরুষানুক্রমে হারোণ ও তাহার বংশের নিমিত্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 যদি তারা মরতে না চায় তাহলে এই বিধি তাদের মেনে চলতে হবে। এই বিধি হারোণ এবং তার উত্তরপুরুষদের চিরকাল মেনে চলতে হবে।” অধ্যায় দেখুন |