যাত্রাপুস্তক 25:32 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী32 বাতিস্তম্ভের এক পাশ থেকে তিনটি শাখা ও বাতিস্তম্ভের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে নির্গত হবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 প্রদীপ-আসনের এক পাশ থেকে তিনটি শাখা ও প্রদীপ-আসনের অন্য পাশ থেকে তিনটি শাখা, এই ছয়টি শাখা তার পাশ থেকে বের হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 সেই দীপাধারের পাশ থেকে ছয়টি শাখা বেরিয়ে আসবে—একদিকে তিনটি এবং অন্যদিকে তিনটি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 দীপাধারের দুইদিকে তিনটি করে ছয়টি শাখা থাকবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 দীপবৃক্ষের এক পার্শ্ব হইতে তিন শাখা ও দীপবৃক্ষের অন্য পার্শ্ব হইতে তিন শাখা, এই ছয় শাখা তাহার পার্শ্ব হইতে নির্গত হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 “এই দীপদানে অবশ্যই ছয়টি শাখা থাকতে হবে। তিনটি শাখা একদিকে প্রসারিত থাকবে এবং অন্যদিকে থাকবে তিনটি শাখা। অধ্যায় দেখুন |