যাত্রাপুস্তক 25:18 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী18 আর তুমি সোনার দুটি করূব তৈরী করবে; পাপাবরণের দুটি মুড়াতে পিটান কাজ দিয়ে তাদের তৈরী করবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর তুমি সোনার দু’টি কারুবী নির্মাণ করবে; গুনাহ্ আবরণের দুই কিনারায় পিটানো কাজ দ্বারা তাদেরকে নির্মাণ করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 আর সেই আচ্ছাদনের শেষ প্রান্তের দিকে পিটানো সোনা দিয়ে দুটি করূব তৈরি কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তার দুই প্রান্তে পেটাই সোনা দিয়ে দুটি করূব মূর্তি গড়বে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর তুমি স্বর্ণের দুই করূব নির্ম্মাণ করিবে; পাপাবরণের দুই মুড়াতে পিটান কার্য্য দ্বারা তাহাদিগকে নির্ম্মাণ করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 পেটানো সোনা দিয়ে দুইটি করূব দূত বানাও এবং সোনার আচ্ছাদনের দুই প্রান্তে তাদের রাখো। অধ্যায় দেখুন |