যাত্রাপুস্তক 23:30 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী30 পরিবর্তে, তুমি যে পর্যন্ত এগিয়ে গিয়ে দেশ অধিকার না কর, ততক্ষণ তোমার সামনে থেকে তাদেরকে আস্তে আস্তে তাড়িয়ে দেব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 তুমি যে পর্যন্ত বর্ধিত হয়ে দেশ অধিকার না কর, সেই পর্যন্ত তোমার সম্মুখ থেকে তাদেরকে ক্রমে ক্রমে তাড়িয়ে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 তোমার সামনে থেকে আমি তাদের একটু একটু করে তাড়িয়ে দেব, যতক্ষণ না পর্যন্ত তুমি সংখ্যায় যথেষ্ট পরিমাণে বেড়ে দেশের দখল নিতে পারছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 তোমাদের জনসংখ্যা বর্ধিত হয়ে গোটা দেশ দখল না করা পর্যন্ত আমি তাদের কিছু কিছু করে ক্রমান্বয়ে বিতাড়িত করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 তুমি যে পর্য্যন্ত বর্দ্ধিত হইয়া দেশ অধিকার না কর, তাবৎ তোমার সম্মুখ হইতে তাহাদিগকে ক্রমে ক্রমে খেদাইয়া দিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 তাই আমি খুব ধীরে ধীরে ঐ মানুষগুলোকে তোমাদের দেশ থেকে তাড়াব। তোমরাও ক্রমশঃ দেশের অভ্যন্তরে প্রবেশ করতে থাকবে আর আমিও ওদের একে একে তাড়াতে থাকব। অধ্যায় দেখুন |