যাকোব 2:17 - ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী17 একইভাবে যদি শুধু বিশ্বাস থাকে এবং তা কাজ বিহীন হয়, তবে তা মৃত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তেমনি ঈমানের সঙ্গে কাজ যুক্ত না থাকলে নিজে একা বলে তা মৃত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 একইভাবে, বিশ্বাসের সঙ্গে যদি কর্ম যুক্ত না হয়, তাহলে সেই বিশ্বাস মৃত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 বিশ্বাস যদি কর্মে রূপায়িত না হয় তবে তা নিরর্থক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তদ্রূপ বিশ্বাসও কর্ম্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ঠিক সেইভাবে বিশ্বাস অনুযায়ী যদি কোন কাজ না হয় তবে সে বিশ্বাস মৃত বলেই গন্য হয়। সেই বিশ্বাস শুধু বিশ্বাসই, তার বেশী কিছু নয়। অধ্যায় দেখুন |